কেআইবি নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি

কেআইবি নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (KIB) সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেআইবি কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও এ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

২০১৮ সালের ভোটার তালিকা অনুযায়ী কেআইবি-র হালনাগাদকৃত ভোটার সংখ্যা ছিল ১৩,৭৯১ জন। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো নতুন সদস্য ভোটার হিসেবে নিবন্ধিত হননি।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয় এবং এ পর্যন্ত আজীবন সদস্যসহ মোট ৮,৬১১ জন সদস্য ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা মোট প্রায় ৩৩,০০০ সদস্যের মধ্যে মাত্র ২৬ শতাংশ।

ভোটার নিবন্ধন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার নিবন্ধনের সময়সীমা আগামী ১২ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

উক্ত নির্ধারিত সময়ের মধ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সকল যোগ্য সদস্যকে ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার নিবন্ধনের চূড়ান্ত পর্যায় শেষে, অর্থাৎ ৩০ নভেম্বর ২০২৫ তারিখের পর, নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভাপতি, নির্বাচন কমিশন
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)