Archives
কেআইবি-এর সম্মানীত সদস্যগণের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান প্রসঙ্গে
কেআইবি-এর সম্মানীত সদস্যগণের মেধাবী সন্তানদের ১১তম, ১২তম এবং ১৩তম ব্যাচ এর বৃত্তি প্রদান করা হয়েছে।
নিম্নে তালিকা সংযুক্ত করা হলোঃ
বুকিং সংক্রান্ত যোগাযোগ হালনাগাদ প্রসঙ্গে
কেআইবি কমপ্লেক্সে কর্মরত জনাব ছানোয়ার হোসেন , সহকারী ব্যবস্থাপক(বিপণন) চাকুরী হতে অবসর গ্রহন করায়,
তার ব্যবহৃত মোবাইল নংঃ 01625-403179 -টি তার ব্যক্তিগত নম্বর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এমতাবস্থায়, সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, কেআইবি কমপ্লেক্সের বুকিং সংক্রান্ত সকল তথ্যের জন্যঃ
০১। সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – 01625-403185
০২। রিসার্ভেশন এ্যাসিসটেন্ট – 01626-543831 -এর সাথে যোগাযোগ করার
জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।