কেআইবি নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি

কেআইবি নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (KIB) সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেআইবি কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও এ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

২০১৮ সালের ভোটার তালিকা অনুযায়ী কেআইবি-র হালনাগাদকৃত ভোটার সংখ্যা ছিল ১৩,৭৯১ জন। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো নতুন সদস্য ভোটার হিসেবে নিবন্ধিত হননি।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয় এবং এ পর্যন্ত আজীবন সদস্যসহ মোট ৮,৬১১ জন সদস্য ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা মোট প্রায় ৩৩,০০০ সদস্যের মধ্যে মাত্র ২৬ শতাংশ।

ভোটার নিবন্ধন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার নিবন্ধনের সময়সীমা আগামী ১২ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

উক্ত নির্ধারিত সময়ের মধ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সকল যোগ্য সদস্যকে ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার নিবন্ধনের চূড়ান্ত পর্যায় শেষে, অর্থাৎ ৩০ নভেম্বর ২০২৫ তারিখের পর, নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভাপতি, নির্বাচন কমিশন
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)

 

DECISION OF KIB ELECTION COMMISSION

DECISION OF KIB ELECTION COMMISSION

Meeting held on 20th October 2025 at 1030 hrs at KIB Board Room

After reviewing the progress of the voter registration, it is revealed that the progress is not satisfactory despite of all efforts by the KIB authority. Out of about 33,000 possible members KIB had only 13,791 updated voters of 2018 voter list. Since then, no fresh voter was registered till 2024.

In February 2025 the process of enlisting started again and till date 8,611 including life members have been registered as voters which is approximately 26% of the total members.

Therefore, to facilitate voter registration and to ensure inclusive vote, the deadline for voter registration needs more time & which could be till 30th November 2025 as per the decision of the election commission. After that the election commission will decide the next course of action.

কেআইবি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের বার্তা

কেআইবি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের বার্তা

প্রিয় সহকর্মী কৃষিবিদবৃন্দ,

২০১৭-১৮ সালের পর দীর্ঘ আট বছর পেরিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)- এর গনতান্ত্রিক ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ন মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। সরকারের অনুমোদনক্রমে গঠিত সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সংবিধান্সম্মত ভাবে ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জেলা শাখা কমিটি এবং কাউন্সিলর নির্বাচন আয়োজনের দায়িত্তপ্রাপ্ত হয়েছে।

কমিশনের প্রথম সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা একান্ত ভাবে প্রতিস্রুতিবদ্ধ, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছমর্যদাপূর্ন হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃষিবিদ সমাজ সবসময়ই শৃঙ্খলা, সৌহার্দ ও পেশাগত মর্যাদার প্রতীক। তাই আসন্ন নির্বাচনেও সন্মমানিত কৃষিবিদ সদস্যবৃন্দ নিজেদের গনত্রান্তিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহন করবেন এবং সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

চলুন আমরা সবাই মিলে এমন এক নির্বাচন সম্পন্ন করি, যা আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির গৌরব, ঐতিহ্য ও পেশাগত সংহতির প্রতিফলন ঘটাবে

 

সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অগ্রিম অভিনন্দন।

শুভেচ্ছান্তে,

প্রফেসর ডঃ লুৎফুর রহমান

চেয়ারম্যান, নির্বাচন কমিশন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)

তারিখঃ ১৯.১০.২০২৫

 

 

বিজ্ঞপ্তি

এই মর্মে জানানো যাচ্ছে যে, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ জুলফিকার আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং শৃংখলা ভঙ্গের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কেআইবি কর্তৃপক্ষ কর্তৃক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এমতাবস্থায় কেআইবি-এর সকল সদস্য, সেবা প্রার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জনাব মোঃ জুলফিকার আলীর সাথে কে আই বি সংশ্লিষ্ট কোনো প্রকার আর্থিক লেনদেন, নথিপত্র আদান-প্রদান বা প্রশাসনিক যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

— কর্তৃপক্ষ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)

কেআইবি-এর সম্মানীত সদস্যগণের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান প্রসঙ্গে

কেআইবি-এর সম্মানীত সদস্যগণের মেধাবী সন্তানদের  ১১তম, ১২তম এবং ১৩তম ব্যাচ এর বৃত্তি প্রদান করা হয়েছে।
নিম্নে তালিকা সংযুক্ত করা হলোঃ

বুকিং সংক্রান্ত যোগাযোগ হালনাগাদ প্রসঙ্গে

কেআইবি কমপ্লেক্সে কর্মরত জনাব ছানোয়ার হোসেন , সহকারী ব্যবস্থাপক(বিপণন) চাকুরী হতে অবসর গ্রহন করায়,
তার ব্যবহৃত মোবাইল নংঃ 01625-403179 -টি তার ব্যক্তিগত নম্বর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এমতাবস্থায়, সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, কেআইবি কমপ্লেক্সের বুকিং সংক্রান্ত সকল তথ্যের জন্যঃ

০১। সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – 01625-403185

০২। রিসার্ভেশন এ্যাসিসটেন্ট – 01626-543831 -এর সাথে যোগাযোগ করার

জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।