কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সদস্যদের মেধাবি সন্তানদের বৃত্তি প্রদান

Image result for scholarships১। বৃত্তি প্রাপ্তির প্রাথমিক উপযুক্ততাঃ

  • কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ অথবা জীবন সদস্যের সন্তানগণ বৃত্তি পাওয়ার উপযুক্ত হবেন।

  • কেআইবি’র সদস্যদের মেধাবী সন্তান যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত তারা এ বৃত্তি পাওয়ার যোগ্য হবে।

২। বৃত্তির পরিমাণঃ

মাসিক ১,০০০/- (এক হাজার) টাকা হারে ১ (এক) বৎসরে ১২,০০০/-(বার হাজার মাত্র) টাকা বৃত্তি প্রদান করা হবে। উক্ত টাকা বৃত্তিপ্রাপ্তের ব্যাংক হিসাবে প্রদেয়। মেডিকেল, স্থাপত্য ও ডিভিএম-এ অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদেরকে ৫ (পাঁচ) বৎসর ও অন্যান্য বিষয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদেরকে ৪(চার) বৎসর বৃত্তি প্রদান করা হবে।  

৩। মোট বৃত্তি প্রাপ্ত ছাত্র সংখ্যাঃ

৫০ (পঞ্চাশ) জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।

৪। কোন্ শ্রেণির বা লেভেলের ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবেঃ

 বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ লেভেলের প্রথম বর্ষ/লেভেলের ছাত্র-ছাত্রীদের শুধু প্রথম বর্ষের জন্য বৃত্তি প্রদান করা হবে।

৫। বৃত্তি প্রাপ্তির জন্য উপযুক্ততাঃ

প্রাথমিকভাবে এস.এস.সি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৪০% এবং এইচ.এস.সি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ৬০% এর যোগফল বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচনা করা হবে।

৬। বৃত্তি প্রদানের পদ্ধতিঃ

কেআইবি কর্তৃক প্রদত্ত একাউন্ট পেইয়ি চেকের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

৭। বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী সংরক্ষণঃ

কেআইবি যথাযথ পদ্ধতির মাধ্যমে সকল প্রয়োজনীয় তথ্যাবলী সংরক্ষণ করবে।

৮। সার্টিফিকেট প্রদানঃ

কেআইবি বৃত্তিপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করবে।

৯। আবেদনের নিয়মঃ

  • প্রার্থী নির্ধারিত ফরমের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করবে।

  • আবেদনপত্রের সাথে নিম্নোক্ত তথ্যাবলী ও সার্টিফিকেট সংযুক্ত করতে হবেঃ-

এস.এস.সি, এইচ.এস.সি- এর মার্কশিট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, জাতীয়তা সার্টিফিকেট, চরিত্রগত সার্টিফিকেট, যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত সে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট হতে ছাত্রত্ব ও মেধার অবস্থানগত সার্টিফিকেট ও মার্কশীট (ট্রান্সক্রিপ্ট), ২ কপি সত্যায়িত ছবি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির প্রমাণপত্রসমূহের সত্যায়িত ফটোকপি সরবরাহ করতে হবে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সহায়তা সংক্রান্ত

  • কেআইবি’র সকল সদস্য, পরিবার ও তাঁদের বিয়োগান্তে পরিবারবর্গকে (পিতা, মাতা, স্বামী/স্ত্রী ও সন্তানাদি) সম্ভাব্য সেবাদান।

  • বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড আয়োজনের মাধ্যমে কৃষিবিদদের সন্তানদিগকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা দেয়া।

  • কৃষিবিদদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত মেধাবি ও অসহায় সন্তানদিগকে শিক্ষা বৃত্তি মঞ্জুর করা।

  • কেবলমাত্র ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’ এ অন্তর্ভূক্ত সদস্যগণ, পরিবার এবং বিয়োগান্ত সদস্যের পরিবারবর্গ (পিতা, মাতা, স্বামী/স্ত্রী ও সন্তানাদি) ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তা/মঞ্জুরীর জন্য আবেদন করার যোগ্য হবেন।

  • সকল প্রকার প্রমাণাদিসহ, মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর বরাবরে সাহায্যের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।